Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

সিলেট জেলা শহর থেকে ৪৬ কি.মি. দূরে এবং গোয়াইনঘাট  উপজেলা  পরিষদের  উত্তর পার্শ্বে এই দপ্তরের অবস্থান । অফিসের অনুমোদিত পদ সংখ্যা ১১, তন্মোধ্যে কর্মরত  ৪ জন (এক জন অ: দা: সহ), শুন্য পদ ৭ জন ।  অফিস প্রধানের পদবী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ।

অফিসের কার্যক্রমঃ

উপজেলার অন্যান্য অফিসের সাথে কাজের সমন্বয় সাধন । উপজেলার বিভিন্ন গ্রামে এবং অফিসে আনীত গবাদি প্রাণি ও হাঁস মুরগীর টিকা প্রদান । অসুস্থ গবাদি প্রাণি ও হাঁস মুরগীর চিকিৎসা প্রদান। গবাদি প্রাণিকে উন্নত জাতের বীজ দ্বারা কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের গবাদি প্রাণি তৈরী করা। গবাদি প্রাণি ও হাঁস মুরগী পালন বিষয়ে প্রশিক্ষন প্রদান । এছাড়াও সম্প্রসারন মূলক যাবতীয় অন্যান্য কাজ।