কর্মসূচি হলো ,১৮/৪ এ একযোগে মেলা সারা বাংলাদেশে উদ্বোধন করতে হবে, ঐ দিনেই মেলার সমাপনী অনুষ্ঠান করতে হবে, ১৯/৪ এ ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প ,২০/৪ এ ডিওয়ার্মিং / ভেটেনারি মেডিক্যাল ক্যাম্প, ২১/৪ এ ডিম দুধ খাওয়ানো কর্মসূচী, ২২/৪ এ সেবা সপ্তাহের সমাপনী স্থানীয় নেতৃবৃন্দ / প্রশাসনের সাথে আলাপ ক্রমে , প্রথম দিন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনী অনুষ্ঠান বিটিভি সরাসরি সম্প্রচার করবে সেটা স্থানীয় অতিথিদের উপস্থিতিতে বড় পর্দার ব্যবস্থা করে দেখাতে হবে , আলাদা ভাবে উদ্বোধন করার প্রয়োজন নেই, কালকেই সকলে মিলে প্রস্তুতি সভা করে ফেলার জন্য অনুরোধ করছি ,এ সংক্রান্ত দাপ্তরিক চিঠিও দেওয়া হবে, তবে ঢাকায় কারও যেতে হবে না ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস